বিবিপি নিউজ,কলকাতা: ফের তিন জোড়া ট্রেন বৃদ্ধি পেল শিয়ালদহ দক্ষিণ শাখায়। এই ট্রেন গুলি শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর, শিয়ালদহ-ক্যানিং এবং শিয়ালদহ-ডায়মন্ডহারবার শাখায় চলবে। অতিরিক্ত ট্রেন বৃদ্ধি হওয়ায় খুশি ট্রেনের নিত্যদিনের যাত্রীরা।
অন্যদিকে এই ট্রেন সংখ্যার বৃদ্ধিতে নিজেদের আন্দোলনের জয় হিসেবেই দেখছে এসইউসি। এদিন দলের প্রাক্তন বিধায়ক তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ডঃ তরুণকান্তি নস্কর বলেন, এটা এই আন্দোলনেরই জয়। এই আন্দোলনে সহযোগিতা করার জন্য যাত্রী সাধারণকে অভিনন্দন জানাচ্ছি।
অন্যদিকে এই ট্রেন সংখ্যার বৃদ্ধিতে নিজেদের আন্দোলনের জয় হিসেবেই দেখছে এসইউসি। এদিন দলের প্রাক্তন বিধায়ক তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ডঃ তরুণকান্তি নস্কর বলেন, এটা এই আন্দোলনেরই জয়। এই আন্দোলনে সহযোগিতা করার জন্য যাত্রী সাধারণকে অভিনন্দন জানাচ্ছি।