বিবিপি নিউজ,কলকাতা: মহানগরে নাগরিক পরিষেবায় আরও গতি বাড়াতে নিউটাউনের বাসিন্দাদের জন্য একটি টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে এনকেডিএ।
১৮০০-১০৩-৭৬৫২-এই নম্বরে ২৪ ঘণ্টা যে কোনও পুর পরিষেবা সংক্রান্ত সমস্যার কথা জানানো যাবে। চলতি সপ্তাহের মঙ্গলবার সল্টলেকে একটি অনুষ্ঠানে এর উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
এদিন তিনি সেখানে বিধাননগর ও নিউটাউনের সংযোগকারী একিউ ব্লক পার্কিং প্লাজা থেকে রিং রোড পর্যন্ত একটি রাস্তার উদ্বোধন করেন। ওই রাস্তা হওয়ায় পার্কিংয়ের সুবিধা হবে, যানজট কমবে। অনুষ্ঠানে ছিলেন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন, বিধাননগরের বিধায়ক ও দমকল মন্ত্রী সুজিত বসু। জঞ্জাল অপসারণ নিয়ে একটি ট্যাবলোরও উদ্বোধন হয়।
এদিন মেয়র ফিরহাদ হাকিম বলেন, পশ্চিমবঙ্গে আইটির জোয়ার এসেছে। নবদিগন্তের গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। বিভিন্ন আইটি হাবের মধ্যে লিঙ্ক করবে ওই রাস্তা।
হেল্পলাইন নিয়ে তিনি জানান, চাইব এরকম হেল্পলাইন নম্বর রাজ্যের অন্যান্য পুরসভাতেও চালু হোক। এই নম্বরে শুধু অভিযোগ জানানোর জন্যে নয়, ২৪ ঘণ্টা বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য এই নম্বর চালু রয়েছে। কারও অ্যাম্বুলেন্স দরকার, কারও অন্য কোনও সহায়তা প্রয়োজন সেগুলিতেও যাতে যোগাযোগ করে দেওয়া যায় সেই চেষ্টা হচ্ছে।