পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের সচেতনতায় প্রান বাঁচল সাপে কামড়ানো রোগীর - BBP NEWS

Breaking

শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের সচেতনতায় প্রান বাঁচল সাপে কামড়ানো রোগীর

বিবিপি নিউজ, নিজস্ব সংবাদদাতা: বসিরহাটের হেমনগর, পাটঘরা এলাকার বাসিন্দা আশালতা মন্ডল। সকালে  নিজের বাড়িতে রান্নাঘরে সাপের ছোবলে আক্রান্ত হন আশালতা দেবী । গতকয়েক দিন ধরে হিরন্ময় মন্ডলের সাপে কামড়ের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে হেমনগর। আজ আবারো সেই হেমনগরের দক্ষিণ পাটঘরা গ্রামে ঘটলো সাপে কামড়ানোর ঘটনা। যোগেশগঞ্জ হাইস্কুলের শিক্ষক মৃনাল কান্তি মন্ডলের স্ত্রী আশালতা মন্ডল।

আজ সকালে নিজেদের বড়ির রান্না ঘরে রান্না করতে গিয়ে জ্বালানির গুদাম থেকে কাঠ বের করতে গেলে সকাল ৭ টা নাগাদ সাপে কামড়ায়। ৪০-৪৫ বছরের আশালতা মন্ডল ভয়ে ও আতঙ্কে দূর্বল হতে শুরু করলে, তৎক্ষনাৎ আবারো সেই ভুল করলেন পেশায় শিক্ষক মৃনাল কান্তি  মন্ডল ও তার বাড়ির লোকজন। নিয়ে ছুটলেন নিজেদের গ্রামেরই ওঝা সুজিত বর্মনের স্ত্রী ডলি বর্মনের কাছে।

সকাল ৮ টা নাগাদ খবরটা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ইছামতী বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক প্রদীপ্ত সরকার পাওয়া মাত্রই  যোগাযোগ করেন ইছামতী বিজ্ঞান কেন্দ্রের সভাপতি পার্থ মুখার্জীর সাথে। তৎক্ষনাৎ যোগাযোগ করতে শুরু করলেন হেমনগর কোষ্টাল থানার ওসি অনুপ কুমার ঘোষ সহ স্থানীয়দের দাথে। পার্থ মুখার্জীর উদ্যোগে যোগাযোগ করা হল বিজ্ঞান মঞ্চের স্থানীয় কর্মী তুহিন মন্ডল ও এলাকার প্রাক্তন প্রধান রতন মন্ডলের সাথে।

ঘটনাটি শুনেই হেমনগর কোষ্টাল থানার আধিকারিক অনুপ বাবু পুলিশ পাঠান ডলি দেবীর (ওঝার) বাড়ি। অবশেষে সেখান থেকে আশালতা মন্ডলকে তড়িঘড়ি নিতে যাওয়া হয় যোগেশগঞ্জ হাসপাতালে। ততক্ষণে বিজ্ঞান কর্মী তুহিন মন্ডল ও প্রাক্তন প্রধান রতন মন্ডল পৌঁছে যান হাসপাতালে। বর্তমানে আশালতা দেবী সুস্থ আছেন।

Pages