মধ্যবিত্তের সাধ্যের মধ্যে লঞ্চ হল বাজাজ সিটি ১১০ - BBP NEWS

Breaking

বুধবার, ৩ জুলাই, ২০১৯

মধ্যবিত্তের সাধ্যের মধ্যে লঞ্চ হল বাজাজ সিটি ১১০

বিবিপি নিউজ নেটওয়ার্ক: ফের মধ্যবিত্তের সাধ্যের মধ্যে লঞ্চ হল নতুন  Bajaj CT 110। ভারতে এই মোটরসাইকেলের দাম শুরু 38,000 থেকে। কিক স্টার্ট ভেরিয়েন্টের দাম 37,997 টাকা।  সেলফ স্টার্ট ভেরিয়েন্ট কিনতে 44,352 টাকা খরচ হবে।

বাজাজ CT সিরিজের নতুন মোটরসাইকেলে একাধিক নতুন ফিচার যোগ করেছে Bajaj Auto। থাকছে নতুন ট্যাঙ্ক প্যাড, নতুন গ্রাফিক্স, ইঞ্জিনে কালো ফিনিশ, নতুন হ্যান্ডেলবার। নতুন ভার্সানে সামান্য বড় সিট ব্যবহার হয়েছে। CT 110 মোটরসাইকেলে টেলিস্কোপিক ফর্কে থাকছে রাবার কভার।


তবে নতুন Bajaj CT 110 মোটরসাইকেলের সব থেকে বড় আপডেট হয়েছে ইঞ্জিনে। নতুন CT 110 মোটরসাইকেলে যোগ হয়েছে Platina 110 মোটরসাইকেলের ইঞ্জিন। 115 cc এই ইঞ্জিনে সর্বোচ্চ 8.6 bhp শক্তি আর 9.81 Nm টর্ক পাওয়া যাবে। সাথে থাকছে 4 স্পিড গিয়ারবক্স। এখনও গোটা দেশে এই মোটরসাইকেল বিক্রি শুরু করেনি Bajaj Auto। তবে ডিলারদের কাছে নতুন CT 110 পৌঁছাতে শুরু করেছে।

Pages