ফেসবুক হোয়াটসঅ্যাপ স্বাভাবিক হলেও উঠেছে বহু প্রশ্ন, আপনার অ্যাকাউন্ট ঠিক আছে? - BBP NEWS

Breaking

শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

ফেসবুক হোয়াটসঅ্যাপ স্বাভাবিক হলেও উঠেছে বহু প্রশ্ন, আপনার অ্যাকাউন্ট ঠিক আছে?

বিবিপি নিউজ: চলতি সপ্তাহের বুধবার সন্ধ্যায় হঠাৎ Facebook, Instagram আর WhatsApp পরিষেবায় গোলযোগ দেখা দেয়। হঠাৎ সোশ্যাল মিডিয়ায় গোলযোগ দেখা দেওয়ায় এগুলো ব্যবহারের সময় বিশ্বব্যাপী গ্রাহকদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তবে পরের দিন সকালে অথাৎ বৃহস্পতিবার দিনেই Facebook জানিয়েছে এই তিন পরিষেবা “100 শতাংশ ভাবে ফিরে এসেছে”। তবুও ভয় কাটছে না ব্যবহারকারীদের।

তবে বুধবার সন্ধ্যা থেকে Facebook, Instagram আর WhatsApp এ সমস্যা শুরু হয়েছিল। ফেসবুকের তরফে এক রিপোর্টে জানানো হয়েছে, “এই সমস্যার 100 শতাংশ সমাধান করা হয়েছে।” পরিষেবার জন্য কোন গ্রাহকের সমস্যা হয়ে থাকলে তার জন্য ক্ষমা চেয়েছে Facebook।

এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে Facebook এর এক প্রতিনিধি জানিয়েছেন, “নিয়মমাফিক মেরামতের কাজের জন্য বুধবার সন্ধ্যার এই সমস্যা দেখা গিয়েছিল। একটি বাগ সামনে আসার কারনে কোন গ্রাহক ছবি অথবা ভিডিও পাঠাতে অথবা ডাউনলোড করতে পারছিলেন না।”

 এবছরেই 24 ঘন্টা বন্ধ থাকার কারনে বিশ্বব্যাপী গ্রাহকরা ক্ষোভে ফেটে পরেছিলেন। 13 মার্চ বিশ্বব্যাপী 270 কোটি গ্রাহক সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় সমস্যার সম্মুখীন হয়েছিলেন।

প্রসঙ্গত গতবছর থেকে ফেসবুক কর্তৃপক্ষ ফেক অ্যাকাউন্টর ডিলিট করতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় স্বচ্ছতা নিয়ে আসতে,তবে কতটা এই পন্থা কার্যকর হবে তা এখন দেখার বিষয়। তবে চলতী বছরে এই নিয়ে দ্বিতীয় বার সমস্যার সম্মুখীন হতে হয়েছে কয়েক শ কোটি ব্যবহারকারীদের। তবে এখন অনেক ব্যাবহারকারী প্রশ্ন! তাদের অ্যাকাউন্ট সুরক্ষিত না অসুরক্ষিত তা‌ নিয়ে বেজায় চিন্তিত।


আন্তর্জাতিক,দেশ,রাজ্য,জেলা, ভাইরাল, বিনোদনের পাশাপাশি অটো, এবং প্রযুক্তির সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল bbp live.

Pages