বিবিপি নিউজ: ফের আকর্ষনীয় অফার নিয়ে আসলো অনলাইন বিপনন সংস্থা Flipkart ও Amazon। চলতি মাসে শুরু হল Mi Days Sale। অন্যদিকে Mi.com থেকে শুরু হল Mi Super Sale।
এই সেলে সস্তা হয়েছে একগুচ্ছ Xiaomi প্রোডাক্ট।সেলে Amazon, Flipkart আর Mi.com থেকে বিভিন্ন স্মার্টফোনে দুর্দান্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহকদের জন্য অফার নিয়ে এসেছে এই তিন ওয়েবসাইট।
সেলে Redmi Note 7S কিনলে এক্সচেঞ্জে অতিরিক্ত 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও Redmi Y3, Poco F1 এর মতো জনপ্রিয় স্মার্টফোনে থাকছে আকর্ষনীয় অফার।
Amazon, Flipkart আর Mi.com থেকে সস্তা হয়েছে e Redmi 6A, Redmi Note 5 Pro, Poco F1, Mi A2 আর Redmi Y3। চলতি মাসের 9 জুলাই পর্যন্ত এই সেল চলবে।
পাঁচ দিনের এই সেলে সস্তা হয়ছে Redmi 6A। 6,199 টাকা তকেকে পাওয়া যাচ্ছে এই ফোনের 2GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্ট। Mi.com আর Amazon থেকে পাওয়া যাবে Redmi 6A। 11,999 টাকায় পাওয়া যাচ্ছে Redmi 5 Pro ফোনের 6GB RM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট।
এই সেল উপলক্ষ্যে ওপেন সেলে বিক্রি হচ্ছে Redmi Note 7 Pro এর 6GB RAM + 64GB স্টোরেজ আর 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। 12 জুলাই ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Redmi Note 7 Pro ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট।
আন্তর্জাতিক,দেশ,রাজ্য,জেলা, ভাইরাল, বিনোদনের পাশাপাশি অটো, এবং প্রযুক্তির সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল bbp live.