ধামাকা অফার রেলের! পুজোয় বিশেষ প্যাকেজ - BBP NEWS

Breaking

বুধবার, ২৪ জুলাই, ২০১৯

ধামাকা অফার রেলের! পুজোয় বিশেষ প্যাকেজ

বিবিপি নিউজ, কলকাতা: প্রতি বছরের মতো এবছরও দুর্গাপুজোয় স্পেশাল প্যাকেজ ঘোষণা করল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড বা আইআরসিটিসি।

আগামী ৪ অক্টোবর শুরু হবে ডুয়ার্স সাফারি। পাঁচ রাত ও ছ’দিনের ওই সাফারির খরচ মাথাপিছু ১৬ হাজার ৯২০ টাকা। দার্জিলিংয়ের জন্য যে প্যাকেজ ঘোষিত হয়েছে, তার মাথাপিছু খরচ ২৩ হাজার ৪১০ টাকা। পাঁচ রাত ও ছ’দিনের ওই প্যাকেজ শুরু ১৮ অক্টোবর থেকে। গ্যাংটক ও নামচি ঘুরিয়ে দেখানোর প্যাকেজের দর মাথাপিছু ১৭ হাজার ৩৫০ টাকা। পাঁচ রাত ও ছ’দিনের এই ট্যুরও শুরু হবে ১৮ অক্টোবর।

Pages