WhatsApp স্ট্যাটাস থেকে শেয়ার করা যাবে Facebook স্টোরি! - BBP NEWS

Breaking

বুধবার, ২৪ জুলাই, ২০১৯

WhatsApp স্ট্যাটাস থেকে শেয়ার করা যাবে Facebook স্টোরি!

বিবিপি নিউজ নেটওয়ার্ক: এবার WhatsApp স্ট্যাটাস থেকে শেয়ার করা যাবে Facebook স্টোরি। অনেক দিন ধরেই এই ফিচার পরীক্ষামুলকভাবে শুরু করেছিল মার্কিন কোম্পানিটি। সব WhatsApp বিটা গ্রাহক এই ফিচার ব্যবহার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহারের জন্য WhatsApp অ্যাকাউন্টের সাথে Facebook অ্যাকাউন্ট লিঙ্ক থাকা বাধ্যতামুলক নয়। ডেটা শেয়ারিং এপিআই এর মাধ্যমে নতুন এই ফিচার কাজ করবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম The Verge  এ প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে WhatsApp ইতিমধ্যেই বিটা টেস্টিং এর জন্য এই ফিচার রিলিজ করেছে। এবার WhatsApp স্ট্যাটাসের নীচেই ‘Share to Facebook Story' বাটন দেখা যাবে। সেখানে ক্লিক করলে Facebook এ পৌঁছে যাবেন। সেখানে একই জিনিস স্টোরি হিসাবে পোস্ট করা যাবে। রিপোর্টে জানানো হয়েছে Instagram, Google Photos আর Gmail এ স্ট্যাটাস হিসাবে একই ফিচার ব্যবহার করা যাবে।

গ্রাহকের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এই দুই অ্যাকাউন্ট লিঙ্ক করবে না WhatsApp। রিপোর্টে বলা হয়েছে WhatsApp নিজে থেকে কখনই অন্য প্ল্যাটফর্মে কিছু পোস্ট করবে না। কোথায় কোন পোস্ট শেয়ার হবে সেই সিদ্ধান্ত গ্রাহকের।

Pages