ভয়াবহ বাস দুর্ঘটনায় জখম ৪৯ জন পড়ুয়া - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯

ভয়াবহ বাস দুর্ঘটনায় জখম ৪৯ জন পড়ুয়া

বিবিপি নিউজ নেটওয়ার্ক: ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্কুল পড়ুয়ারা। জানা গিয়েছে ৫০ জন পড়ুয়া ভর্তি একটি বাস মহারাষ্ট্রের পালঘর জেলার সিকদি থেকে ভদা‌ রোড ধরে ওই পড়ুয়া ভর্তি বাসটি পালঘরের দিকে যাচ্ছিল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জঙ্গলের গাছে সজোরে ধাক্কা মারে এতে বাসের সকল পড়ুয়া সহ বাস চালক‌ দূর্ঘটনায় জখম হল।

ঘটনাটি ঘটেছে এদিন সকালে, আহতদের স্থানীয়রা দ্রুত হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ১৪ জন পড়ুয়া অবস্থা আশঙ্কাজনক, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।

Pages