ফের কারখানার বয়লার বিস্ফোরণে মৃত এক, আহত ৪ - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯

ফের কারখানার বয়লার বিস্ফোরণে মৃত এক, আহত ৪

বিবিপি নিউজ নেটওয়ার্ক,কানপুর: ফের ভয়াবহ বয়লার বিস্ফোরণে প্রান হারালেন এক কর্মী।
আহত আরও ৪ জন কর্মী। জানা গিয়েছে কানপুরের পানকির একটি ট্রেনের যন্ত্রাংশ তৈরি কারখানায় বয়লার বিস্ফোরণে ঘটে।
সেসময় ওই স্থানে কর্মরত অবস্থায় ছিলেন কয়েকজন কর্মী, বিষ্ফোরণে একজন কর্মীর দেহ আগুন পুড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় ঘটনাস্থলে।
আরো চারজন কর্মী‌ বিষ্ফোরণে বয়লারের আগুনে দেহের কিছু অংশ পুড়ে যায়। আহত কর্মীদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় থানার পুলিশ।

Pages