বিবিপি নিউজ: তিনি বলিউডের ভাইজান, তিনি সিনে প্রেমীদের হার্টথ্রব। তিনিই দাবাং স্টার, হ্যাঁ সল্লু ভাই এর কথা বলছি। সিনেমায় যেমন হিট তেমনি ব্যবসায়িক বুদ্ধিতেও হিট। তাঁর ব্যাবসায়ী বুদ্ধি দেখে যে কোনও অভিজ্ঞ ব্যবসায়ীর ঈর্ষা হতে পারে। মাত্র কয়েক বছরের মধ্যেই তাঁর ফ্যাশন ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’ ভক্তদের মনে জায়গা করে নিয়েছিল। এবার সুপারস্টার সারা দেশে জিম এবং ফিটনেস ট্রেনিং সেন্টার শুরু করতে চলেছেন। সমস্ত ফিটনেস উত্সাহী মানুষের কাছে সলমনের এই উদ্যোগ এক অনন্য উপহার। ২০২০ সালের মধ্যে সারা দেশে এই জিম চেনের সংখ্যা ৩০০ ছুঁয়ে ফেলবে।
এর মাঝেই সলমন ‘বিইং স্ট্রং’ নামক একটি ফিটনেস সরঞ্জামের ব্র্যান্ড শুরু করেন। এই ব্র্যান্ডটিও সাফল্যের মুখ দেখেছিল। এবার ভাইজান নিয়ে আসতে চলেছেন ‘এসকে-২৭’ নামের জিম ফ্র্যানচাইজি। এই ফ্র্যানচাইজির মূল উদ্দেশ্য হল প্রত্যেকটি মানুষকে সুস্থ এবং সবল রাখা। বৃহত্তর স্বার্থে এই ফিটনেস চেনের আরও উদ্দেশ্য হল ফিটনেস ট্রেনারদের চাকরির সুযোগ তৈরি করা। এছাড়াও ফিট ইন্ডিয়া মুভমেন্টের মাধ্যমে দেশের মানুষকে আরও উদ্যোগী হওয়ার জন্য উত্সাহিত করা।
চলতি বছরের এপ্রিল মাসে সলমন তাঁর ফিটনেস সরঞ্জামের ব্র্যান্ড ‘বিইং স্ট্রং’ বাজারে নিয়ে আসেন। ইতিমধ্যেই দেশের ১৭৫টি জিমে এই ব্র্যান্ডের দ্রব্য ব্যবহার করা হয়।
এর মাঝেই সলমন ‘বিইং স্ট্রং’ নামক একটি ফিটনেস সরঞ্জামের ব্র্যান্ড শুরু করেন। এই ব্র্যান্ডটিও সাফল্যের মুখ দেখেছিল। এবার ভাইজান নিয়ে আসতে চলেছেন ‘এসকে-২৭’ নামের জিম ফ্র্যানচাইজি। এই ফ্র্যানচাইজির মূল উদ্দেশ্য হল প্রত্যেকটি মানুষকে সুস্থ এবং সবল রাখা। বৃহত্তর স্বার্থে এই ফিটনেস চেনের আরও উদ্দেশ্য হল ফিটনেস ট্রেনারদের চাকরির সুযোগ তৈরি করা। এছাড়াও ফিট ইন্ডিয়া মুভমেন্টের মাধ্যমে দেশের মানুষকে আরও উদ্যোগী হওয়ার জন্য উত্সাহিত করা।
চলতি বছরের এপ্রিল মাসে সলমন তাঁর ফিটনেস সরঞ্জামের ব্র্যান্ড ‘বিইং স্ট্রং’ বাজারে নিয়ে আসেন। ইতিমধ্যেই দেশের ১৭৫টি জিমে এই ব্র্যান্ডের দ্রব্য ব্যবহার করা হয়।

