ডেপুটি মেয়রের প্যাডে স্বাক্ষর জাল করে তপশিলি সার্টিফিকেট আবেদন..তদন্তে পুলিশ - BBP NEWS

Breaking

বুধবার, ৭ আগস্ট, ২০১৯

ডেপুটি মেয়রের প্যাডে স্বাক্ষর জাল করে তপশিলি সার্টিফিকেট আবেদন..তদন্তে পুলিশ

সনাতন গরাই,দুর্গাপুর: দুর্গাপুরে কি এবার বড় কোনো চক্রান্ত হতে চলেছে। ডেপুটি মেয়রের সাক্ষার জাল করে তপশিলি কার্স্ট সার্টিফিকেট আবেদন সোনু পইদান নামে এক ব্যক্তির।ঘটনার সূত্র ধরে জানা গেছে গত কয়েকদিন আগে সোনু পইদান নামে এক ব্যাক্তি  ডেপুটি মেয়রের স্বাক্ষর করা প্যাডে  তপশিলি সার্টিফিকেকের জন্য আবেদন করেন মহকুমা শাসকের কাছে। মহকুমা শাসকের কাছ থেকে সোনু পইদানের দেওয়া জায়গায় ভেরিফিকেশন গেলে সেখানে সোনু পইদান বলে কাউকে পাওয়া যায় নি।সোনু পইদানের বসবাস জায়গা ছিল মারকুনি এভিনিউ।পরে মহকুমাশাসক অনির্বান কোলে বিষয়টি ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়কে জানাই। ডেপুটি মেয়র দেখে বলেন এটা আমার স্বাক্ষর না আর স্বাক্ষর করা প্যাড সবই জাল।

মারকুনি এভিনিউ আমার ওয়ার্ডের মধ্যে পড়ে না। আপনি প্রশাসনকে বিষয়টি জানান আর এটাও দেখুন কে এই সোনু পইদান।দুর্গাপুরে কি তাহলে বড় কোনো চক্রান্ত ফাঁদ পেতে আছে।মহকুমা শাসক ও ডেপুটি মেয়র পুলিশকে বিষয়টি ক্ষতিয়ে দেখতে বলছে।পুলিশ তদন্ত শুরু করেছে, কে এই সোনু পইদান,কি কারনে সে এমন করলো,না এর পেছনে বড় কোনো দুষ্কৃতী চক্র রয়েছে।

Pages