ঈদুজ্জোহায় কি বৃষ্টিতে ভিজবে বঙ্গ? - BBP NEWS

Breaking

শনিবার, ১০ আগস্ট, ২০১৯

ঈদুজ্জোহায় কি বৃষ্টিতে ভিজবে বঙ্গ?

বিবিপি নিউজ, কলকাতা: ঈদের আগের দিন অর্থাৎ কাল রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আজ, শনিবার জেলাগুলিতে কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হলেও ভালো পরিমাণে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন হাওয়া অফিস।

 হাওয়া অফিস সূত্রে খবর রবিবার থেকে কতটা পরিমাণ বৃষ্টি হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা না গেলেও তা যে বাড়বে, সেটি বলা যাচ্ছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণেই এই বৃষ্টিপাত হবে। ফলে এবছর বক্রী ঈদের দিন বৃষ্টিতে ভাসতে পারে বলে জানিয়েছেন।

 দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হলেও  উত্তরবঙ্গের জেলাগুলিতেও হাল্কা বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। ভারী বৃষ্টিপাতের কোনও সতর্কতা সারা রাজ্যে নেই। আজও সকাল থেকে আকাশ কখনও মেঘলা, কখনও পরিষ্কার থাকবে। তাপমাত্রা কম থাকলেও বাতাসে জলীয় বাষ্পের প্রবল উপস্থিতি থাকায় অস্বস্তি হবে মানুষের।

Pages