সনাতন গরাই,দুর্গাপুর: কারখানার তৈরী হওয়ার সময় কাজ দেবো বলে বস্তির জায়গা দখল করে। সে সময়ে প্রচুর বাড়ি ঘর ও ভাঙা পরে। কিন্তু অনেকদিন পেরিয়ে যাওয়ার পরও মেলেনি ছেলে মেয়েদের কাজ। কাজ না মেলায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলো সাগড়ভাঙ্গার বনফুল কলোনীর বস্তিবাসীরা।
বস্তিবাসীদের দাবি কারখানায় কাজ চলার সময় কাজ দেবে বলে জায়গা দখল করে নেয়,কিন্তু ওদের কাজ হয়ে গেলে কাজ দেওয়ার কথা ভুলে গেছে।শুধু জায়গা নেওয়া না তার সাথে বিকট শব্দে আর কালো বিষাক্ত ধোঁয়ায় বসবাস করা দায় হয়ে দাঁড়িয়েছে।কারখানা কর্তৃপক্ষ কথা দিয়ে কথা রাখেনি তাই আজ পথবরোধ করে বিক্ষোভ দেখায় বস্তিবাসীরা। এই বিক্ষোভের মধ্যে উভয় দলের রাজনৈতিক নেতারা এলে ক্ষিপ্ত জনতার মুখে পড়ে তারা পুনরায় ফিরে আসে।বস্তিবাসী জানান রাজনৈতিক নেতারা সময় বুঝে রঙ পাল্টাই,তাই তাদের এই আন্দোলনে কোনো অস্তিত্ব নেই।পরে পুলিশের আশ্বাসে এই আন্দোলন উঠে যায়।বস্তিবাসী প্রশাসন কে এটাও জানিয়ে দেয়, ৭দিনের মধ্যে কাজ না পেলে আবার চলবে আরো বড়ো ধরণের আন্দোলন।
বস্তিবাসীদের দাবি কারখানায় কাজ চলার সময় কাজ দেবে বলে জায়গা দখল করে নেয়,কিন্তু ওদের কাজ হয়ে গেলে কাজ দেওয়ার কথা ভুলে গেছে।শুধু জায়গা নেওয়া না তার সাথে বিকট শব্দে আর কালো বিষাক্ত ধোঁয়ায় বসবাস করা দায় হয়ে দাঁড়িয়েছে।কারখানা কর্তৃপক্ষ কথা দিয়ে কথা রাখেনি তাই আজ পথবরোধ করে বিক্ষোভ দেখায় বস্তিবাসীরা। এই বিক্ষোভের মধ্যে উভয় দলের রাজনৈতিক নেতারা এলে ক্ষিপ্ত জনতার মুখে পড়ে তারা পুনরায় ফিরে আসে।বস্তিবাসী জানান রাজনৈতিক নেতারা সময় বুঝে রঙ পাল্টাই,তাই তাদের এই আন্দোলনে কোনো অস্তিত্ব নেই।পরে পুলিশের আশ্বাসে এই আন্দোলন উঠে যায়।বস্তিবাসী প্রশাসন কে এটাও জানিয়ে দেয়, ৭দিনের মধ্যে কাজ না পেলে আবার চলবে আরো বড়ো ধরণের আন্দোলন।

