বিবিপি নিউজ, হাবড়া: অবৈধ সম্পর্ক নিয়ে, বচসা জেরে স্ত্রীকে কোপালো স্বামী । ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত পৃথিবা পঞ্চায়েতর আটুলিয়া এলাকায়। প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে গতকাল রাতে স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারে স্ত্রী ফরিদা বিবি । এরপরেই তাই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়, বচসা সময় আলি হুসেন স্ত্রীকে মেরে দাঁত ভেঙে দেয়। শুধু দাঁত ভাঙায় ক্ষান্ত হয়নি এরপর স্ত্রীর মুখে ধারাল অস্ত্র দিয়ে কোপ মারে। ঘটনাস্থলেই লুটিয়ে পরে স্ত্রী ফরিদা বিবি। প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় ফরিদা বিবিকে হাবড়া হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। ঘটনাস্থলে পৌঁছায় হাবড়া থানার পুলিশ।
শনিবার, ১০ আগস্ট, ২০১৯
