বিবিপি নিউজ: ৫ই আগষ্ট রাজ্যসভায় ৩৭০ ধারা বিল পাস হওয়ার পর। থমথমে পরিস্থিতি উপত্যকা অঞ্চলে। ৩৭০ ধারা বিলোপের পর ফের অযথা বাড়াবাড়ি করতে শুরু করেছে চিরশত্রু দেশ পাকিস্তান। এরপরেই কড়া ভাষায় জবাব দিলেন নিউ দিল্লি। এদিন পাকিস্তানকে বাস্তবকে মেনে নিয়ে কাশ্মীরের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করার কথা বললেন।
প্রসঙ্গত ৩৭০ধার বিলোপের পর কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই পাকিস্তান একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছে। যা নিয়ে ভারত যারপরনাই বিরক্ত।
Raveesh Kumar, MEA: It is time for Pakistan to accept the reality and stop interfering in internal affairs of other countries. pic.twitter.com/wjqI4azvOB
— ANI (@ANI) August 9, 2019
ভারত ইতিমধ্যে কাশ্মীর নিয়ে তাদের অবস্থান অন্য দেশের কাছে তুলে ধরেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার এমনটাই জানিয়েছেন।
Raveesh Kumar, MEA on Samjhauta&Thar Express trains: Actions taken by Pak unilateral.This has been done without consulting us.We've urged them to reconsider their decision.Our sense is that whatever is being done by Pak is to present an alarming picture of bilateral relationship. pic.twitter.com/sorPrQqz1u
— ANI (@ANI) August 9, 2019
বুধবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠক করে দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ করে দেন। শুধু তাই নয়, ট্রেন যোগাযোগ বন্ধ, ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধ, ইত্যাদি নানা পন্থ নিয়েছে পাকিস্তান। যা দেখে ভারত বলছে, বাস্তব মেনে লাফালাফি বন্ধ করুক পাকিস্তান। কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। এই সহজ সত্যটা পাকিস্তানকে উপলব্ধি করতে হবে।
Raveesh Kumar, MEA: Pakistani airspace is not closed, only re-routing has been done, airspace is operational. pic.twitter.com/UT7g1vSLpc
— ANI (@ANI) August 9, 2019
