বিবিপি নিউজ: চলতি বছরের ১৯ জুলাই যে মামলাগুলি ছিল, সেগুলির ক্ষেত্রেও উচ্চ প্রাথমিকে শিক্ষক পদপ্রার্থী প্রায় হাজার দুয়েক মামলাকারীর যাবতীয় নথি স্কুল সার্ভিস কমিশনকে যাচাই করতে হবে। শুক্রবার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপত মৌসুমি ভট্টাচার্য। ফলে কমিশনের কাজের চাপ আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।
আইনজীবী বিকাশ ভট্টাচার্য ও ফিরদৌস শামিম এদিনও আদালতকে জানান, কমিশন একদিকে ‘ভ্যাকেন্সি লিস্ট’ বা শূন্যপদের তালিকা প্রকাশ করছে না, অন্যদিকে কাদের ইন্টারভিউতে ডাকা হয়েছে, সেই তালিকাও বের করেনি। ফলে কত শূন্যপদের পরিপ্রেক্ষিতে কমিশন কতজনকে ইন্টারভিউতে ডাকল, তা অজানা থাকছে। সেইসূত্রে প্রতিটি শূন্যপদ পিছু ১.৪ শতাংশ প্রার্থীকে ডাকা হচ্ছে বলে কমিশনের দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
আইনজীবী বিকাশ ভট্টাচার্য ও ফিরদৌস শামিম এদিনও আদালতকে জানান, কমিশন একদিকে ‘ভ্যাকেন্সি লিস্ট’ বা শূন্যপদের তালিকা প্রকাশ করছে না, অন্যদিকে কাদের ইন্টারভিউতে ডাকা হয়েছে, সেই তালিকাও বের করেনি। ফলে কত শূন্যপদের পরিপ্রেক্ষিতে কমিশন কতজনকে ইন্টারভিউতে ডাকল, তা অজানা থাকছে। সেইসূত্রে প্রতিটি শূন্যপদ পিছু ১.৪ শতাংশ প্রার্থীকে ডাকা হচ্ছে বলে কমিশনের দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
