শেষমেষ ভগবান ভরসা! হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে দেওয়ালে ধর্মীয় ছবি - BBP NEWS

Breaking

বুধবার, ৭ আগস্ট, ২০১৯

শেষমেষ ভগবান ভরসা! হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে দেওয়ালে ধর্মীয় ছবি

বিবিপি নিউজ, নিজস্ব প্রতিবেদক: এ যেন পিকে সিনেমায় আমির খানের মন্দিরের প্রণামী বাক্স থেকে টাকা চুরি করার পর বাঁচার রাস্তা। আমির খান যেমন প্রণামী বাক্স থেকে টাকা চুরি করে জনগণের হাত থেকে রক্ষা পেতে মুখের দুই দিকে যেমন ভগবানের ছবি লাগিয়ে ছিল। ঠিক সেই পন্থায় হাঁটলেন। তবে কোনোও মানুষ নয় এবার হাসপাতালকে পরিষ্কার রাখতে ভগবানের উপর ভরসা।

 জানা গিয়েছে হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভগবানের উপর ভরসা রাখতে হচ্ছে  বধমান জেলার কালনা সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষকে। ঝাঁ চকচকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতাল। পরিষ্কার পরিচ্ছন্নতায় কোনও ত্রুটি নেই। তথাপি কিছু মানুষ পান, গুটখার পিক ফেলে হাসপাতাল নোংরা করছে। সচেতনতার নানা পোস্টারেও এইসব মানুষের হুঁশ ফেরেনি। তাই বাধ্য হয়ে হাসপাতালের ওঠার সিঁড়ির অংশজুড়ে লাগানো হয়েছে বিভিন্ন ধর্মীয় ছবি।

 বছরখানেক আগে কালনা মহকুমা হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হাসপাতাল চত্বরের বিভিন্ন অংশে লাগানো হয়েছিল বিভিন্ন ধর্মীয় ছবি। ফলও পাওয়া গিয়েছিল হাতেনাতে। অনেকটাই পরিষ্কার রাখা গিয়েছে ওই চত্বর। সেই ফর্মুলা ধরে এই পদক্ষেপ বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

Pages