মিড ডে মিলে নিম্ন মানের খাবার, স্কুলের গেটে তালা অভিভাবকদের! - BBP NEWS

Breaking

বুধবার, ৭ আগস্ট, ২০১৯

মিড ডে মিলে নিম্ন মানের খাবার, স্কুলের গেটে তালা অভিভাবকদের!

বিবিপি নিউজ, নিজস্ব সংবাদদাতা,দিনহাটা: ফের অনিয়মের অভিযোগে।  মহানগরের রাজপথে শিক্ষকদের আন্দোলনের রেশ কাটতে না কাটতেই  শিক্ষকদের উপর স্কুলে অনিয়মিত  আসার অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানান সময় মতো স্কুলে আসে না শিক্ষিকারা, পাশাপাশি স্কুলে মিড ডে মিলের খাবার নিম্নমানের অভিযোগ তুলে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিল অভিভাবকরা।

আজ বুধবার ঘটনাটি ঘটেছে কোচবিহারে দিনহাটা ১ ব্লকের বড় আটিয়াবাড়ী এলাকার দিনহাটা মিশন জুনিয়র বেসিক স্কুল। এদিন সকালে অভিভাবকেরা তালা ঝুলিয়ে দিল স্কুলের গেটে। সকালে স্কুল টাইমে শিক্ষিকা গড় হাজির হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিভাবকেরা। এরপর তালা ঝুলিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে স্কুলে আসেন এক শিক্ষিকা।

বেশ কিছুক্ষণ পর  প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা শিক্ষিকাদের উপস্থিততে আন্দোলনকারী অভিভাবকদের সাথে কথা বলে এ ধরনের ঘটনা যাতে আগামীতে না ঘটে সেই আশ্বাসের পর ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা তালা খুলে দেয়।

স্কুল সূত্রে জানা গেছে সংশ্লিষ্ট স্কুলে দেড়শো জন ছাত্রী রয়েছে ।প্রতিদিন স্কুলে নিম্নমানের খাবার দেওয়া হয় বলে অভিযোগ করেন অভিভাবকেরা।শুধু নিম্নমানের খাবার দেওয়া ছাড়াও স্কুলের শিক্ষিকা সময় মতো না আসায় পঠন-পাঠন কার্যত তলানিতে গিয়ে ঠিক আছে বলেও অভিযোগ। তবে প্রধান শিক্ষিকার সাফাই এক দুই দিন কোন রকম অসুবিধার কারনে স্কুলে আসতে দেরী হয়ে যায়,সেটা আমাদের মানিয়ে নিতে হয়। এবং মিড ডে মিলে নিন্ম মানের খাবারের কথা অস্বীকার করেছেন তিনি।

স্থানীয় এলাকার বাসিন্দাদের পাশাপাশি অভিভাবকরা বলেন প্রায়ই স্কুলের শিক্ষিকা রা নির্দিষ্ট সময়ের অনেক পরে স্কুলে আসে। স্কুলে দেরিতে আসার পাশাপাশি মিড ডে মিলের যে খাবার দেওয়া হয় তা নিম্নমানের বলে অভিযোগ।

আন্দোলনকারী অভিভাবকেরা বলেন রাজ্য সরকার শিক্ষার উন্নয়নে নানাভাবে চেষ্টা করেছিল স্কুলের শিক্ষিকা রা নিজেদের ইচ্ছামত স্কুলে আসায় স্কুলের পঠন পাঠন লাটে উঠেছে।এছাড়াও সরকারি ভাবে যে স্কুল ড্রেস দেওয়া হয় সেটাও অত্যন্ত নিম্নমানের কাপড়ে তৈরি হয় বলে অভিযোগ।

এ নিয়ে একাধিকবার স্কুল কর্তৃপক্ষকে জানিও কোনরকম সুরাহা না হওয়ায় এদিন তারা বাধ্য হয়ে স্কুলে তালা ঝুলিয়ে দেন। আগামীতে প্রাথমিক এই স্কুলের শিক্ষিকারা সময় মত না এলে ফের তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেন স্থানীয়রা।

Pages