![]() |
| মাসুদূর রহমান |
আজ আমাদের স্বাধীনতা দিবস
আজ আমার স্বাধীন।
মাসের পর মাস কাটছে
ইচ্ছের হচ্ছে নিধন।
কাঁটা তাঁর আর বুলেটের ঝাপটায়
এ হৃদয় যে মলিন।
কোথায় আমাদের স্বাধীন দেশ
কোথায় আমার স্বাধীন !
বুলেট বারুদে ঠুস ঠাস
মূল্য দিয়ে এ দেহ শহীদ দিবস ।।
নায়কে নায়কে হয় যে কলহ
শেষ হয় নিষ্পাপ হৃদয়।।
কোথায় আবার স্বাধীন দেশ
কোথায় আমার স্বাধীন !!
চিঠির পাতার অনেক কালি
আটকে আছে সে কথা ,
মরু হৃদয়ের চোরাবালিতে ।
বাঁধা মানে না বেহায়া নদী
স্মৃতির নৌকায় দেয় যে ঢেউ
কেঁপে ওঠে অগোছালো বেদি।
তখন,
হৃদয় ভাঙে বালুচরের ডিবিতে
শুধু প্রশ্ন জাগে মনে
তবে কী স্বাধীন না কী পরাধীন হে দেশ বাসি ?
