রবি হারা - BBP NEWS

Breaking

রবিবার, ১১ আগস্ট, ২০১৯

রবি হারা

রীনা মণ্ডল 

বঙ্গের  গৌরব রবি,সায়াহ্নের রক্তিম ছবি ,
ডুবিল জন্মের মতো,কাল সিন্ধু নীরে |
স্বার্থক জন্মভূমি ,যেথা জন্মনিলে তুমি ,
দেশের গৌরব তুমি ,জাতির গৌরব |
শুনে সারা বিশ্বভরা,রূপে ধরা আলো করা ,
আজি নাকি সেই দেহ , হয়ে গেছে শব |
দেশের হিমাদ্রি চূড়া ,আজি হয়ে গেল গুড়া |
চূর্ণ হল সব বাঙালির গর্ব ,অহংকার ,
বঙ্গের আকাশে আজ তাই,রবি নাই,রবি নাই |
চারিদিক ঢেকেছে তাই ,অনন্ত আঁধার ,
পরশ মানিক তুমি ,তোমার চরণ চুমি |
কত লোহা সোনা হয়ে ,ভরলো ভান্ডার ,
বসুধা মা বুক ফাটি ,অনল উগরে খাঁটি |
ঝরিয়া পরিল ফুল ,তপ্ত সমীরনে ,
আগুন জাহ্নবী জল ,অগ্নিময় ভূমন্ডল |
অলক্ষ্যে পড়েছে বাজ ,বন উপবনে ,
ছাড়িল পূর্ণিমা তিথি ,বিহগ থামাল গীতি|
বহিল আগুন মাখা ,আকুল বাতাস ,
আমাদের রাজেশ্বর ,হলো একি সর্বনাশ |
তাইতো অনাথ আমার -বিশ্বভারতী ,
আজি যে হয়েছে তারা,আমাদের রবিহারা |
আমাদের সাথে গেছে ,তাদেরও শক্তি ,
আজি মোরা বড়ো দীন,সবাই শক্তিহীন |
আজি মোরা জগতের ,হতভাগ্য প্রাণী ,
কি যেন এ হাহাকার ,ভাষায় আসেনা আর |
এ দারুন ব্যথা আর ,লিখিতে না পারি ,
তুমিতো রাজার বেশে চলে গেছো দেবদেশে |
আমাদের দিয়ে গেলে ,যত শোক ব্যথা ,
তবুও তোমার নামে ,বেঁচে রবো ধরাধামে |
জগতে রহিবে তুমি ,নিয়ে অমরতা ,
তবুও অমর রবে ,এ মহান জগতে |
শীত ,গ্রীষ্ম ,বর্ষা ,কিংবা শরতে ||

আপনি কি গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, উপন্যাস,ফিচার, গবেষণা মূলক লেখা লেখেন। তাহলে আপনার অপ্রকাশিত লেখা টাইপ করে (বাংলা মোবাইল ফ্রন্ট অথবা অভ্র ফ্রন্টে) পাঠিয়ে দিন আমাদের দপ্তরের হোয়াটস্অ্যাপ নম্বরে 7003345558

সঙ্গে আপনার ছবি ও পরিচয়। প্রতিদিনই লেখা পাঠাতে পারেন। নির্বাচিত লেখা প্রকাশ হবে আমাদের পোর্টালে প্রতি  সপ্তাহের শনিবার ও রবিবার।


আপনি কি ছবি তুলতে বা ছবি আঁকতে ভালোবাসেন তাহলে আপনার আঁকা বা তোলা ইউনিক ছবি ক্যাপশন সহ পাঠিয়ে দিন আমাদের দপ্তরের ইমেল-এ (bbplive.news@gmail.com) । আমরা প্রকাশ করবো আপনার আঁকা বা তোলা অপ্রকাশিত ছবি।

Pages