বিবিপি নিউজ,কলকাতা: আজ বুধবার মাধ্যমিকের পিপিআর এবং পিপিএস (রিভিউ এবং স্ক্রুটিনি)-এর ফল প্রকাশিত হবে। আগেই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের রিভিউ এবং স্ক্রুটিনির ফল। অন্যদিকে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণীর রেজাল্টের প্রসেসিং ফি বাবদ ছাত্রদের থেকে ৩০ টাকা করে নেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছে ওয়েবসাইটে। চলতি মাসের ১৩ তারিখ রেজিস্ট্রেশন ফর্মের সঙ্গে তা জমা দিতে হবে। প্রসেসিং ফি নেওয়া হচ্ছে দ্বাদশ শ্রেণীর এনরোলমেন্টের উপরও। ৬ সেপ্টেম্বর থেকে তা জমা করতে হবে। এদিকে, এই ফি চাপানোর প্রতিবাদ জানানো হয়েছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফে।
বুধবার, ৭ আগস্ট, ২০১৯
