নিউ দিল্লি: অবশেষে ভারতীয় জাতীয় কংগ্রেসের নতুন সভাপতি নিয়ে প্রতিক্ষার অবসান হতে চলেছে সম্ভবত আজ শনিবার। শুক্রবার কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধির বাসভবনে কংগ্রেসের নয়া সভাপতি নির্বাচন নিয়ে এক বিশেষ বৈঠক হয়। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, শনিবারই নয়া প্রধানের নাম ঘোষণা করতে পারে জাতীয় দলের। জানা যাচ্ছে কংগ্রেস সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে মুকুল ওয়াসনিক। কংগ্রেসের কার্যনির্বাহী কমিটি রাহুল গান্ধিকে দলের সর্বভারতীয় সভাপতি হিসাবে এতদিনের ভূমিকার জন্য আনুষ্ঠানিকভাবে তাঁকে ধন্যবাদ জানাবে।
আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভা হওয়ার পরে গত দুই দশকে ইতিহাসে এই প্রথমবার গান্ধি পরিবারের বাইরে কেউ দলের সভাপতি হতে পারেন বলে মনে করা হচ্ছে। যথেষ্ট প্রশাসনিক অভিজ্ঞতার থাকায় প্রাক্তন মন্ত্রী ৫৯ বছরের মুকুল ওয়াসনিককে কংগ্রেস প্রধানের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হয়েছে, জানা গেছে, অন্তত দলের আগামী সাংগঠনিক নির্বাচনের আগে পর্যন্ত তিনি ওই দায়িত্ব পালন করবেন।
আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভা হওয়ার পরে গত দুই দশকে ইতিহাসে এই প্রথমবার গান্ধি পরিবারের বাইরে কেউ দলের সভাপতি হতে পারেন বলে মনে করা হচ্ছে। যথেষ্ট প্রশাসনিক অভিজ্ঞতার থাকায় প্রাক্তন মন্ত্রী ৫৯ বছরের মুকুল ওয়াসনিককে কংগ্রেস প্রধানের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হয়েছে, জানা গেছে, অন্তত দলের আগামী সাংগঠনিক নির্বাচনের আগে পর্যন্ত তিনি ওই দায়িত্ব পালন করবেন।
