উপত্যকায় শান্তি ফেরাতে মরিয়া কেন্দ্র,চালু হল স্কুল! - BBP NEWS

Breaking

শনিবার, ১০ আগস্ট, ২০১৯

উপত্যকায় শান্তি ফেরাতে মরিয়া কেন্দ্র,চালু হল স্কুল!

বিবিপি নিউজ নেটওয়ার্ক: সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ  রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার অবসান ঘটানো এবং রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার কেন্দ্রীয় সিদ্ধান্তের পর যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম সতর্কতা স্বরূপ হাজার হাজার সেনাবাহিনী মোতায়েন করে কাশ্মীর উপত্যকায় কড়া নজর রাখছে সরকার।

টানা ৫ দিন পরে জম্মু ও কাশ্মীরে অচলাবস্থার আংশিক অবসান ঘটিয়ে, শুক্রবার সকালে ফোন পরিষেবা এবং ইন্টারনেট আংশিকভাবে চালু করা হয় এবং শুক্রবারের নামাজ পাঠের সুবিধার্থে রাস্তাঘাটে চলাচল সংক্রান্ত নিষেধাজ্ঞা গুলিও শিথীল করা হয়।

তবে আজ শনিবার খুলে দেওয়া হল উপত্যকার স্কু
ল গুলে। এদিন সকলে কাশ্মিরের রাস্তায় দেখা গেল ছাত্রছাত্রীদের স্কুলের গাড়ির জন্য অপেক্ষা করতে। এছাড়াও দেখা মিলেছে সাধারণ মানুষের আনাগোনা। মনে করা হচ্ছে এভাবে আস্তে আস্তে স্বাভাবিক স্রোতে ফিরে আসবে উপত্যকা অঞ্চল।

Pages