প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী ও বিজেপি নেত্রী সুষমা স্বরাজ - BBP NEWS

Breaking

বুধবার, ৭ আগস্ট, ২০১৯

প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী ও বিজেপি নেত্রী সুষমা স্বরাজ

বিবিপি নিউজ: ভারতের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ সাংসদের মৃত্যু।মাত্র ৬৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রান হারালেন প্রাক্তন বিদেশমন্ত্রী ও বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। মঙ্গলবার রাত ৮:৩০ তাকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় ,রাত১০:২০ নাগাদ শোনা যায় প্রাক্তন বিদেশমন্ত্রী ও বিজেপি নেত্রী সুষমা স্বরাজ আর নেই।


সন্ধ্যা ৭ টা নাগাদ তার শেষ পোস্ট,  ৩৭০ ধারা বাতিল ও কাশ্মীরি ই‍্যসুতে টুইটারে তিনি নরেন্দ্র মোদী ও অমিত শাহকে সুভেচ্ছা জানান। বিজেপি সরকারের এক গৌরবময় দিনেই চলে গেলেন তিনি। এবারের লোকসভা ভোটে তিনি জয়ী হন। গতবারের বিদেশমন্ত্রক তিনি অত্যন্ত সাফল‍্যের সঙ্গে সামলে ছিলেন। এবারেও তাকে অনুরোধ করা হয় এই দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি এই দায়িত্ব নিতে চাননি। বহু দিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার ৪:৩০ নাগাদ তার কার্ডিয়া অ‍্যাটাকে মৃত্যু হয়। যদিও তার মৃত্যু সম্পর্কে কোনো ঘোষণা করা হয় নি তবে বিজেপি সূত্রে খবর তিনি আর নেই।

Pages