“গরু ও শুয়োরের মাংস ডেলিভারি করতে জোর করা হচ্ছে”, Zomato কর্মীদের, বিক্ষোভ - BBP NEWS

Breaking

সোমবার, ১২ আগস্ট, ২০১৯

“গরু ও শুয়োরের মাংস ডেলিভারি করতে জোর করা হচ্ছে”, Zomato কর্মীদের, বিক্ষোভ

বিবিপি নিউজ,কলকাতা: গরু ও শুয়োরের মাংস ডেলিভারি করতে নারাজ কলকাতার Zomato ডেলিভারি কর্মীরা, অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। শহরের রাস্তায় “Zomato দাদাগিরি চলবে না”, স্লোগান দিয়ে বিক্ষোভে সামিল হলেন অ্যাপ ও ওয়েব নির্ভর এই খাবার ডেলিভারি সংস্থার কর্মীরা।

 আন্দোলনে সামিল হওয়া কর্মীরা জানিয়েছেন, হিন্দু এজেন্টরা গোমাংস বহন করতে অস্বস্তি বোধ করছেন, অন্যদিকে, মুসলিম রাইডাররা জানিয়েছেন, শুয়োরের মাংসের খাবার ডেলিভারি করবেন না তাঁরা। আন্দোলন কারীদের বক্তব্য আমাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে গরু ও শুয়োরের মাংস ডেলিভারি করানো হচ্ছে। গোমাংস ডেলিভারি করা নিয়ে হিন্দুদের সমস্যা রয়েছে, মুসলিমদের শুয়োরের মাংস ডেলিভারি করতে চান না। কোনও অবস্থাতেই আমরা এই ধরণের সামগ্রি বহন করব না। এই ধরণের কাজ করতে আমাদের জোর করা হচ্ছে”।

সংস্থার আরেক কর্মী বলেন, “আমাদের ধর্মীয় আবেগ নিয়ে খেলছে তারা। আমাদের, হিন্দুদের বলা হচ্ছে গোমাংস বহন করতে, আগামি দিনে, আমাদের মুসলিম ভাইদের বলা হবে, শুয়োরের মাংস ডেলিভারি করতে। এটা গ্রহণযোগ্য নয়”।

Pages