বিবিপি নিউজ: লরির ধাক্কায় মৃত্যু হল ভ্যানে বসে থাকা এক ব্যক্তির। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানার অন্তর্গত ৩৪ নম্বর জাতীয় সড়কের ময়না এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম সমর সামন্ত। বারাসত বাস ডিপোর কয়েকটি বাসের মালিক তিনি।
এদিন বাসের হিসেব সেরে ভ্যানে করে মিরহাটি বাড়ি ফিরছিলেন,হঠাৎ বিপরীত দিক থেকে ছুটে আসা একটি লরি ভ্যানটিকে ধাক্কা মারায়,উনি পরে যান,এবং বাসের চাকায় তিনি পিস্ট হয়ে যান। বাসটি আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।তবে তার খোঁজ চলছে।পরপর এমন দুর্ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকার দিকে।
এদিন বাসের হিসেব সেরে ভ্যানে করে মিরহাটি বাড়ি ফিরছিলেন,হঠাৎ বিপরীত দিক থেকে ছুটে আসা একটি লরি ভ্যানটিকে ধাক্কা মারায়,উনি পরে যান,এবং বাসের চাকায় তিনি পিস্ট হয়ে যান। বাসটি আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।তবে তার খোঁজ চলছে।পরপর এমন দুর্ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকার দিকে।
