কলকাতায় আক্রান্ত-৩,স্কটল্যান্ড ফেরত তরুণী দেহে পজেটিভ, আক্রান্তের বাড়ি হাবড়ায়! - BBP NEWS

Breaking

শনিবার, ২১ মার্চ, ২০২০

কলকাতায় আক্রান্ত-৩,স্কটল্যান্ড ফেরত তরুণী দেহে পজেটিভ, আক্রান্তের বাড়ি হাবড়ায়!

বিবিপি নিউজ: করোনায় তৃতীয় আক্রান্তের হদিস মিলছে কলকাতা। ওই আক্রান্তের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায়। ওই তরুণীকে আপাতত বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা গেছে, ১৬ মার্চ স্কটল্যান্ড থেকে ফিরেছিলেন। এরপরেই করোনা উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যান। এর পর তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ রিপোর্ট আসে। রিপোর্ট পজিটিভ আসে। বেলেঘাটা আইডির আইসোলেশনে ভর্তি রাখা হয়েছে।

ইতিমধ্যেই ওই আক্রান্ত তরুনী কাদের সংস্পর্শে এসেছিলেন তাঁর খোঁজ চলছে। তাঁর পারিবারের সকলকে নজরদারির আওতায় আনা হবে বলে জানা গিয়েছে। এই নিয়ে গত চার দিনে তিন জন আক্রান্তের খোঁজ মিলল।

Pages