একদিকে করোনাতঙ্ক,অন্যদিকে বার্ড-ফ্লুর থাবায় ধস পোল্ট্রি বাজারে! - BBP NEWS

Breaking

বুধবার, ১৮ মার্চ, ২০২০

একদিকে করোনাতঙ্ক,অন্যদিকে বার্ড-ফ্লুর থাবায় ধস পোল্ট্রি বাজারে!

বিবিপি নিউজ: গোটা দেশে করোনাতঙ্কের জেরে পোল্ট্রি মুরগির মাংসে হ্রাস টেনেছে। এর জেরে বিগত কয়েক বছরের তুলনায় এবছর বড়সড় ধাক্কা খেল ব্যবসায়ীরা। করোনা আতঙ্কের মধ্যেই এবার মুরগির বাজারে আরও ধস নামাতে হাজির বার্ড ফ্লু।
সোমবার ৪১০০ পোল্ট্রি মুরগি গর্ত খুঁড়ে চাপা দিয়ে দেয় এক ফার্মের মালিক। এরপরেই আসরে নেমেছে মধ্যপ্রদেশের পশুপালন ও ভেটেরিনারি সার্ভিস বিভাগের (এএইচভিএস) কর্মকর্তারা। মে সকল ফার্মের মুরগি বার্ড ফ্লু আক্রান্ত হয়েছে সেই সব ফার্মের সব মুরগি সরকার গর্ত খুঁড়ে চাপা দিয়ে দেবে বুধবারের মধ্যে।

মৃত পাখির নমুনাগুলি ভোপাল-ভিত্তিক উচ্চ-সুরক্ষা প্রাণী রোগের ইনস্টিটিউটে পাঠানো হয়, যেখানে এইচ 5 এন 1 (বার্ড ফ্লু) ভাইরাস পাওয়া গিয়েছে। এরপরে বার্ড ফ্লুর বিস্তার রোধে এএইচভিএস বিভাগের কর্তৃপক্ষ সকল ব্যবস্থা নিয়েছে। 

Pages