বিবিপি নিউজ: অবশেষে কলকাতায় করোনার থাবা। যুবকের দেহে মিললো ভাইরাসের সংক্রমণ। ইংল্যান্ড ফেরত এক যুবকের দেহে মিলেছে করোনার সংক্রমণ। ইতিমধ্যেই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।জানা গিয়েছে, গত ১৫ মার্চ ওই যুবক ইংল্যান্ড থেকে ফিরেছিলেন। এরপরে ওই ব্যক্তি কে তাঁর বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। সেখান থেকে তাঁর নমুনা সংগ্রহ করেই পাঠানো হয়েছিল বেলেঘাটা আইডিতে। এরপরেই পরীক্ষার রিপোর্টে ধরা পড়েছে কোভিড-১৯ পজিটিভ। তাকে দ্রুত বেলেঘাটা আইডি আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। ওই যুবকের সংস্পর্শে যারা গিয়েছেন, তাঁদের শনাক্ত করে তড়িঘড়ি আনা হচ্ছে বেলেঘাটা আইডি'তে। শুধু তাই নয়, তাঁদেরকেও কোয়ারেন্টাইনে রাখা হবে।
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
