পরীক্ষামূলক ভাবে করোনা প্রতিষেধক প্রয়োগ করা হল জেনিফার দেহে! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০

পরীক্ষামূলক ভাবে করোনা প্রতিষেধক প্রয়োগ করা হল জেনিফার দেহে!

বিবিপি নিউজ: বিশ্বজুড়ে ত্রাস করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করলেন একদল গবেষক। সেই প্রতিষেধক পরীক্ষামূলক ভাবে এক নারীর দেহে প্রয়োগ করা‌ হল। ৩৪ বছর বয়সী ওই মহিলার নাম জেনিফার হ্যালার। জেনিফা-ই বিশ্বের প্রথম মহিলা যার দেহে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়েছে।

Pages