থমকে গেলে ধারাবাহিক সিরিয়াল,বলিউডের পথেই টলিউড! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০

থমকে গেলে ধারাবাহিক সিরিয়াল,বলিউডের পথেই টলিউড!

বিবিপি নিউজ: বলিউডের পথেই হাঁটলেন টলিউড। করোনা সংক্রমন এড়াতে মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্ধ রাজ্যের প্রেক্ষাগৃহ। ফলে পিছিয়ে গিয়েছে যাবতীয় সিনেমা, ওয়েব সিরিজ, শোয়ের শ্যুটিং। এরপরেই সকলেরই মুখে প্রশ্ন ধারাবাহিক সিরিয়ালের শ্যুটিং নিয়ে।

আজ মঙ্গলবার টলিপাড়ার কলাকুশলী ও প্রযোজকদের সঙ্গে নন্দনে বৈঠক করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মিটিং-এ সিদ্ধান্ত নেন ধারাবাহিকের শ্যুটিং বন্ধ রাখার। পরবর্তী নির্দেশ জানাবেন রাজ্য সরকার। এরপরেই ফাঁপরে পড়েছে চ্যানেল কর্তৃপক্ষ। ফলে পুরনো টেলিকাস্ট-ই পুনরায় সম্প্রচার করা হবে।

Pages