বিবিপি নিউজ: নেই যাত্রী,এর জেরেই বাতিল বহু দূরপাল্লার ট্রেন। করোনা ছোঁয়াচে ভাইরাস,তাই ভিড় জায়গায় গেলে সংক্রমনের আশঙ্কা বেশি। তার জেরে যাত্রীর সংখ্যা কমেছে,ফলে বাতিল বহু দূরপাল্লার ট্রেন। এর আগেই কেন্দ্রীয় সরকার নোটিশ জারি করে মিটিং মিছিল জমায়েত নিষিদ্ধ করছেন। দেশের বেশ কয়েকটি স্থানে ১৪৪ ধারা জারি করেছে। যাতে একই জায়গায় লোক জমায়েত হতে না পারে। বন্ধ করা হয়েছে বিভিন্ন তীর্থস্থান। এরফলে আন্তর্জাতিক যাতায়াত ও বন্ধ করেছে আগে, কলকাতা ঢাকা বাস পরিষেবা ও বাংলাদেশ থেকে আসা 'মৈত্রী' ও 'বন্ধন' এই দুটি ট্রেন বাতিল করা হয়েছিল।
এবার আরও দূরপাল্লার ট্রেন বাতিল করল ভারতীয় রেল। বাতিলের তালিকায় রয়েছে 08403 পুরী-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন ৷ 20 মার্চ ও 27 মার্চ বাতিল করা হয়েছে । 08404 সাঁতরাগাছি-পুরী স্পেশাল ট্রেন ৷ 21 মার্চ ও 28 মার্চ বাতিল হয়েছে ৷
12262 দুরন্ত এক্সপ্রেস ৷ 24 মার্চ ও 31 মার্চ হাওড়া থেকে ছাড়ার কথা ছিল । 12261 দুরন্ত এক্সপ্রেসটি 25 মার্চ ও 1 এপ্রিল মুম্বইয়ের CSMT স্টেশন থেকে ছাড়ার কথা ছিল ।18113/18114 টাটানগর-রাঁচি-টাটানগর এক্সপ্রেস৷ ট্রেনটি 20 মার্চ থেকে 31 শে মার্চ ছাড়ার কথা ছিল ৷12847/12848 হাওড়া-দীঘা-হাওড়া সুপার AC এক্সপ্রেস ৷ 20 মার্চ থেকে 31 শে মার্চ পর্যন্ত ছাড়ার কথা ছিল ৷
12262 দুরন্ত এক্সপ্রেস ৷ 24 মার্চ ও 31 মার্চ হাওড়া থেকে ছাড়ার কথা ছিল । 12261 দুরন্ত এক্সপ্রেসটি 25 মার্চ ও 1 এপ্রিল মুম্বইয়ের CSMT স্টেশন থেকে ছাড়ার কথা ছিল ।18113/18114 টাটানগর-রাঁচি-টাটানগর এক্সপ্রেস৷ ট্রেনটি 20 মার্চ থেকে 31 শে মার্চ ছাড়ার কথা ছিল ৷12847/12848 হাওড়া-দীঘা-হাওড়া সুপার AC এক্সপ্রেস ৷ 20 মার্চ থেকে 31 শে মার্চ পর্যন্ত ছাড়ার কথা ছিল ৷
18403/18494 রুরকেল্লা-বারবিল-রুরকেল্লা ইন্টারসিটি এক্সপ্রেস ৷ ট্রেনটি 20 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত আংশিকভাবে বাতিল করা হয়েছে ।
82841 সাঁতরাগাছি MGR চেন্নাই সেন্ট্রাল সুবিধা স্পেশাল ৷ 20 মার্চ ও 27 মার্চ ছাড়ার কথা ছিল ৷
12842 MGR চেন্নাই সেন্ট্রাল সাঁতরাগাছি সুবিধা স্পেশাল ট্রেন ৷ 21 মার্চ ও 28 মার্চ বাতিল করা হয়েছে।