বিবিপি নিউজ: মঙ্গলবার নন্দনে রাজ্যের মন্ত্রী অরুপ মিত্রের সঙ্গে বৈঠকের পর বলিউডের পথেই হাঁটলেন টলিউড। বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ধারাবাহিক ও চলচ্চিত্রের শুটিং। আগেই থমকে গেছে বলি, এরপরেই টেলি-টলিও সেই পথে। এর জেরে আজ বুধবার বিদেশে থেকে কলকাতায় ফিরছেন টলিউডের অভিনেতা অভিনেত্রী সহ কলাকুশলীরা।
তবে বিদেশ থেকে শুটিং করে কলকাতা ফিরে প্রসেনজিৎ, জিৎ, মিমি চক্রবর্তীদের কোয়ারান্টাইনে যেতে হবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে টলিউডে। নিয়মানুযায়ী, বিদেশ ফেরত ভারতীয়দের বিমানবন্দরে পরীক্ষা করা হচ্ছে। তার পর অবস্থা বুঝে ব্যবস্থা। যদি উপসর্গ পাওয়া যায়, তা হলে হাসপাতালে পাঠানো হবে। নইলে হোম কোয়ারান্টিনে থাকতে হবে চোদ্দো দিন। কোভিড-১৯ এর মরসুমে টালিগঞ্জের যে দু’টি টিম দেশের বাইরে শুটিং করছিল, তারা ইতিমধ্যেই ঘোষণা করেছে দেশে ফেরার কথা।
তবে বিদেশ থেকে শুটিং করে কলকাতা ফিরে প্রসেনজিৎ, জিৎ, মিমি চক্রবর্তীদের কোয়ারান্টাইনে যেতে হবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে টলিউডে। নিয়মানুযায়ী, বিদেশ ফেরত ভারতীয়দের বিমানবন্দরে পরীক্ষা করা হচ্ছে। তার পর অবস্থা বুঝে ব্যবস্থা। যদি উপসর্গ পাওয়া যায়, তা হলে হাসপাতালে পাঠানো হবে। নইলে হোম কোয়ারান্টিনে থাকতে হবে চোদ্দো দিন। কোভিড-১৯ এর মরসুমে টালিগঞ্জের যে দু’টি টিম দেশের বাইরে শুটিং করছিল, তারা ইতিমধ্যেই ঘোষণা করেছে দেশে ফেরার কথা।