করোনায় লাঞ্ছিত করৌন গ্রামের বাসিন্দারা! - BBP NEWS

Breaking

বুধবার, ১ এপ্রিল, ২০২০

করোনায় লাঞ্ছিত করৌন গ্রামের বাসিন্দারা!

বিবিপি নিউজ: দেশ তথা বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ‌ লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে,তবে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও নেহাত কম নয়। গোটা বিশ্বে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দশ লাখের কাছাকাছি। এমন পরিস্থিতিতে দেশ জুড়ে ঘরবন্দী অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাইরাস সংক্রমণ রুখতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন। কিন্তু লকডাউন উপেক্ষা করেই চলছে খোলামেলা বিচরন। এর জেরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে সমস্যার সম্মুখীন গোটা দেশবাসী। তবে এই করোনার জেরে ভ্রান্ত ধারণা যে কাটেনি সাধারণ মানুষের তা স্পষ্ট।

ঘটনাটি উত্তর প্রদেশের সিতাপুর জেলার ‘করৌনা’ গ্রামে। শুধু গ্রামের নাম করৌনা হওয়ায় তার জেরে লাঞ্ছিত হতে হচ্ছে গ্রামের বাসিন্দাদের। জানা গেছে, কোনও কারণবশত গ্রামের বাসিন্দারা ফোন কোথাও ফোন করে নিজের পরিচয় দিলেই মানুষ আতঙ্কে ফোন রেখে দিচ্ছে। আবার কখনও বাজে ভাষায় বাদানুবাদ করছে। এর জেরে বেজায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রায় ৭৮ টি বাড়ির বাসিন্দাদের। এর আগে এমনই সমস্যার সৃষ্টি হয় বাংলাদেশে। একটি প্রাইভেট কোম্পানির নাম করোনা হওয়ায় তাঁর কর্মচারীদের নানা কৈফিয়ত দিতে হয়।

Pages