গ্রামে ফিরেছে ভিনরাজ্য থেকে দুই যুবক, পুলিশে খবর দেওয়ায় পিটিয়ে হত্যা - BBP NEWS

Breaking

বুধবার, ১ এপ্রিল, ২০২০

গ্রামে ফিরেছে ভিনরাজ্য থেকে দুই যুবক, পুলিশে খবর দেওয়ায় পিটিয়ে হত্যা

বিবিপি নিউজ: করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রশাসন বার বার সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে। এর জন্যই লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু এই দূরত্ব বাড়াতে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে গিয়েই প্রান হারালেন। ভিনরাজ্য থেকে বাড়িতে ফিরেছে দুই যুবক, কিন্তু মানা হয়নি হোম কোয়ারেনটাইন। গ্রামের এক যুবক পুলিশকে খবর দেয়,তার জেরেই ওই দুই পরিবারের নিগ্রহে প্রান হারালেন এক যুবক।

ঘটনাটি ঘটেছে, বিহারে। জানা গেছে মহারাষ্ট্র থেকে আসা দু'টি পরিবার সম্পর্কে প্রশাসনকে জানিয়েছিলেন তিনি৷ এর পর প্রশাসন থেকে পরিবার দু'টিকে নিয়ে গিয়ে করোনারি রিপোর্ট করা হয়৷ এরপর তাঁদের কোয়ারেন্টাইনে থাকারও পরামর্শ দেওয়া হয়৷ আর সেই রাগেই ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ৷

মৃত ওই যুবকের নাম বাবলু কুমার৷ তিনি নিজেও মহারাষ্ট্রের পুণেতে কাজ করতেন৷ মাস দু'য়েক আগে বিহারের সীতামারির মাধৌল গ্রামে ফিরে এসেছিলেন৷ মৃতের ভাইয়ের দাবি, মুন্না মাহাতো এবং সুধীর কুমার নামে দুই শ্রমিক তাদের পরিবার নিয়ে কয়েকদিন আগে ওই গ্রামেই ফেরেন৷ করোনা সতর্কতায় ভিন রাজ্য থেকে ফিরলে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হলেও ওই পরিবার তা মানেনি৷ এর পর বাবলু নামে ওই যুবকই প্রশাসনকে মহারাষ্ট্র ফেরত ওই দু'টি পরিবার সম্পর্কে জানায়৷খবর পেয়ে তৎপর হয় প্রশাসন৷ শ্রমিকদের দু'টি পরিবারকেই করোনা পরীক্ষার জন্য নিয়ে যায় প্রশাসন৷ গত সোমবার বাবলুর উপরে হামলা হয় বলে অভিযোগ৷ পুলিশ অবশ্য প্রাথমিক তদন্তে দাবি করেছে, পুরনো বিবাদের জেরেই বাবলুর উপরে হামলা হয়েছে৷ এই ঘটনায় পুলিশ দু'জনকে গ্রেফতার করেছে। মূল অভিযুক্তদের খোঁজ শুরু করেছে।



Pages