দিশা পাটানি শেয়ার করলেন 'মালাং' ডায়রি! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০

দিশা পাটানি শেয়ার করলেন 'মালাং' ডায়রি!


বিবিপি নিউজ: সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন অভিনেত্রী দিশা পাটানি।
ইনস্টাগ্রামে অভিনেত্রী দিশা তার শেষ ছবি 'মালাং' থেকে আদিত্য রায় কাপুরের বিপরীতে নিজের কয়েকটি চমকপ্রদ ছবি শেয়ার করেছেন।
ছবিগুলিতে তাকে ব্ল্যাক ট্যাঙ্কের শীর্ষে ডেনিম শর্টস স্পোর্ট করতে দেখা গেছে। তিনি পোস্টের ক্যাপশন দিয়েছেন, "# মালাংডায়েরিজ"।

Pages