নিজস্ব প্রতিনিধি: রাতে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের উলা গ্রামের সদস্য কবির মোল্লা। প্রথমে পথে বাইক থামিয়ে কিছু স্থানীয় দুস্কৃতিরা তাকে লাথি মারে,বাইক থেকে পড়ে যাওয়ার পরে কবিরকে উদম মারধর করে চম্পট দেয় তারা।রাতেই স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত পঞ্চায়েত সদস্যকে ভর্তি করা হয় কদম্বগাছীর একটি বেসরকারি নার্সিংহোমে।আঘাত এতটাই গুরুতর ছিল যে চিকিৎসকরা তাকে আইসিইউ তে স্থানান্তরিত করেন।
গত মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার উলা এলাকায়।পুলিশ জানিয়েছে ঐদিন একটু রাত করেই বাড়ি ফিরছিলেন পঞ্চায়েত সদস্য কবির।একটি ফাঁকা জায়গায় কিছু স্থানীয় দুষ্কৃতী তার উপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে।কবিরের পরিবারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।গোটা ঘটনায় জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় জানান অভিযুক্তদের মধ্যে রাজু নামক এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে,বুধবার তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বারাসত আদালত।বাকিদের খোঁজ চলছে।যদিও এ ঘটনার পর উলা এলাকার লোকজনের দাবি কয়েকদিন ধরেই এই এলাকায় কিছু রাজনৈতিক দলের মদতপুষ্ট দুষ্কৃতীদের উৎপাত বেড়েছে,যারা এর থেকেও ভয়ঙ্কর কিছু ঘটাতে পারে।
গত মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার উলা এলাকায়।পুলিশ জানিয়েছে ঐদিন একটু রাত করেই বাড়ি ফিরছিলেন পঞ্চায়েত সদস্য কবির।একটি ফাঁকা জায়গায় কিছু স্থানীয় দুষ্কৃতী তার উপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে।কবিরের পরিবারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।গোটা ঘটনায় জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় জানান অভিযুক্তদের মধ্যে রাজু নামক এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে,বুধবার তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বারাসত আদালত।বাকিদের খোঁজ চলছে।যদিও এ ঘটনার পর উলা এলাকার লোকজনের দাবি কয়েকদিন ধরেই এই এলাকায় কিছু রাজনৈতিক দলের মদতপুষ্ট দুষ্কৃতীদের উৎপাত বেড়েছে,যারা এর থেকেও ভয়ঙ্কর কিছু ঘটাতে পারে।
