করোনার অশনিসংকেত বাংলায়, মৃত-৫; আক্রান্ত একাধিক! - BBP NEWS

Breaking

বুধবার, ১ এপ্রিল, ২০২০

করোনার অশনিসংকেত বাংলায়, মৃত-৫; আক্রান্ত একাধিক!

বিবিপি নিউজ: মরন ভাইরাস করোনার থাবায় এক ধাক্কায় মৃত বেড়ে ৫। আক্রান্তের সংখ্যা নেহাত কম নয়। ক্রমেই কঠিন হচ্ছে পরিস্থিতি। গোটা দেশের মতো এরাজ্যেও ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। মঙ্গলবার আক্রান্তের সংখ্যাটা বেড়ে যায় অনেকটাই।

আলিপুরের কম্যান্ড হাসপাতালের যে চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁর পরিবারের তিন সদস্যেরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। অপরদিকে, দমদম আইএলএসে ভর্তি ১ প্রৌঢ়া। তাঁরও সংক্রমণের রিপোর্ট পজিটিভ এসেছে। অপরদিকে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে হাওড়ার গোলাবাড়ি-র এক প্রৌঢ়ার। সোমবার এনআরএস-এ করোনা সন্দেহে যে মহিলার মৃত্যু হয়েছিল, তাঁর রিপোর্টও পজিটিভ এসেছে। যার ফলে রাজ্যে একলাফে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭! 

Pages