বিবিপি নিউজ: করোনা মোকাবিলায় তৃতীয়বার দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় আজ রবিবার রাত ন'টার সময় ন'মিনিট সব লাইট বন্ধ করে মোমবাতি জ্বালানোর কথা বলেন। আর তার জেরেই মোমবাতি ও প্রদীপ কিনতে ঢল নেমেছে সাধারণ মানুষের।
উত্তর প্রদেশের এক স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানা গেছে,মানুষ লকডাউনের জেরে ঘরবন্দী অবস্থায় কাটাচ্ছেন। আর ঘর থেকে বেরিয়ে আসতে ফন্দি আঁটছেন মোমবাতি ও দিয়া কেনার জন্য। এর জেরে লকডাউন অমান্য করে আজ দেশের একাধিক জায়গায় মানুষের ঢল দেখা গিয়েছে।
দেশব্যাপী COVID-19 জেরে লকডাউনের মধ্যে প্রধানমন্ত্রী মোদী শুক্রবার মহামারী দ্বারা ছড়িয়ে পড়া অন্ধকারের বিরুদ্ধে লড়াই করার জন্য ৫ এপ্রিল রাত ৯ টায় দেশবাসীর কাছে দিয়া ও মোমবাতি জ্বালানোর আবেদন করেছিলেন। তিনি জনগণের কাছে আবেদন করেন যে, যার যার বাড়ির সমস্ত লাইট বন্ধ করতে এবং 5 এপ্রিল 9 মিনিটের জন্য দরজা বা বারান্দাগুলি এবং হালকা মোমবাতি বা দিয়া, টর্চ বা মোবাইল ফ্ল্যাশলাইটে দাঁড়িয়ে থাকতে
