করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে যোগ দেবেন না ‌তৃণমূল - BBP NEWS

Breaking

রবিবার, ৫ এপ্রিল, ২০২০

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে যোগ দেবেন না ‌তৃণমূল

বিবিপি নিউজ: করোনায় বিধ্বস্ত গোটা‌ দেশ, দিনের পর দিন বেড়েই চলেছে ভাইরাস আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করতে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ‌৮ ই এপ্রিল ‌এই‌ বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই ‌এই বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের শাসকদল তৃণমূল।

  ৮ই এপ্রিল ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হবে এই বিশেষ বৈঠক। ওই দিন সকাল ১১টায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন তিনি । দেশের সমস্ত রাজনৈতিক দলগুলিকে বৈঠকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে প্রধানমন্ত্রী তরফ থেকে। সেইমতো তৃণমূল কংগ্রেসকেও ডাকা হয়েছে সর্বদলীয় বৈঠকে । তবে বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল । ইতিমধ্যেই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে তারা।

Pages