লকডাউনের মাঝে ফের দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

লকডাউনের মাঝে ফের দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী!

বিবিপি নিউজ: ফের দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি একটি ট্যুইট করে একথা জানান।‌ দেশবাসীর উদ্দেশে করোনা ভাইরাস নিয়ে এই তৃতীয়বার বক্তব্য রাখবেন। আগামীকাল শুক্রবার সকাল ৯ টায় একটি ভিডিওতে এই বার্তা দেবেন। ভারতে এখনও পর্যন্ত ১,৯৬৫ জন করোনা আক্রান্ত, মৃতের সংখ্যা ৫০।

তবে অনেকেই মনে করছেন প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে এদিন সকালের বক্তব্যে কোনো রকম সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলতে পারেন অথবা করোনা মোকাবিলা নিয়ে কঠোর হওয়ার কথাও বলতে পারেন। ভাইরাসের আবির্ভাব হওয়ার পর থেকে এখনও পর্যন্ত দুবার জাতীর উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমবার জাতীর উদ্দেশে ভাষণে, একদিনের জনতা কার্ফু জারি করেন তিনি, দ্বিতীয়বারের ভাষণে, ২৪ মার্চ, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে, দেশজুডে লকডাউন জারি করেন প্রধানমন্ত্রী মোদি। ট্যুইট করে দেশের সাধারণ মানুষকে লকডাউনের নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানান প্রধানমন্ত্রী মোদি। গত দুদিনে, লডাউনের অবসর যাপনের জন্য যোগব্যায়ামের ভিডিও শেয়ার করেন তিনি। 

Pages