রিজার্ভ ফরেস্টে টহলদারির সময় বাঘের আক্রমনে প্রান হারালেন বনকর্মী! সোচ্চার বলিউড অভিনেতা - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

রিজার্ভ ফরেস্টে টহলদারির সময় বাঘের আক্রমনে প্রান হারালেন বনকর্মী! সোচ্চার বলিউড অভিনেতা

বিবিপি নিউজ: প্রতিদিনের মতোই এদিন সকালে রুটিং মাফিক টহলদারিতে বেরিয়েছিলেন বনকর্মী চিন্তা বৈগা। কিন্তু আর ফেরা হল না ঘরে, বাঘের আক্রমনে প্রান হারালেন।  ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বান্ধবগড় জাতীয় উদ্যানে।

ভারতীয় ফরেষ্ট অফিসার সুশান্ত নন্দ একটি ট্যুইটি করে একথা জানিয়েছেন। জানা গেছে প্রতিদিনের মতোই এদিন সকালে রিজার্ভ ফরেস্টে টহলদারি দিচ্ছিলেন। কিন্তু হঠাৎ বাঘের আক্রমনে নিজেকে বাঁচাতে পারেনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বনকর্মীর।

এরপরেই এই ট্যুইট শেয়ার করে সোচ্চার হলেন অভিনেতা রনবীর হুডা। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশজভাদেকার ও বাবুল সুপ্রিয়কে ট্যাগ করে জানতে চেয়েছেন ; এটি কি জাতির সেবায় জীবনযাপন করছে না? এটি কি দূরবর্তী অমানবিক পরিস্থিতিতে নয়? এটি কি দেশের জন্য ইউনিফর্মের শপথকে সম্মান করছে না? তাহলে অন্যান্য ইউনিফর্মযুক্ত কর্মীদের মতো একই সুবিধা কেন নয়? অন্যদিকে আর এক ফরেস্ট অফিসার প্রদীপ মিশ্রা ছবিটি শেয়ার করে ওই বনকর্মীর প্রাপ্য ক্ষতিপূরণ দাবি করেন।

Pages