করোন ভাইরাস তাড়াতে ভরসা গরম ইস্ত্রি, ভাইরাল ব্যাঙ্ক কর্মীর কর্মকাণ্ড - BBP NEWS

Breaking

রবিবার, ৫ এপ্রিল, ২০২০

করোন ভাইরাস তাড়াতে ভরসা গরম ইস্ত্রি, ভাইরাল ব্যাঙ্ক কর্মীর কর্মকাণ্ড

বিবিপি নিউজ: মরন ভাইরাস করোনার ছোবলে থরথরিয়ে কাঁপছে গোটা বিশ্ব। ভারতেও লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার। মৃত ৭০ এর উপর। এমন পরিস্থিতিতে মারণ ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য চেষ্টার অন্ত নেই। দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে।

অন্যন জরুরি পরিষেবার মতো খোলা  রয়েছে ব্যাঙ্ক। তবে এরই মধ্যে এক ব্যাঙ্ক কর্মীর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তারপরেই নেটিজেনদের একাংশ ব্যাঙ্গ করেছেন। তবে অনেকেই ব্যাঙ্ক কর্মীর এমন কান্ড দেখে বলেছেন সবার আগে সুরক্ষা জরুরি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে ব্যাংকের এক ক্যাশিয়ার ইস্ত্রি দিয়ে চেক সংক্রমণ মুক্ত করছেন। একটি চিমটি দিয়ে চেক তুলে টেবিলে রেখে তার উপর দিয়ে বেশ কয়েকবার গরম ইস্ত্রি ঘষে নিচ্ছেন জনৈক ব্যাঙ্ক কর্মী। তবে সত্যিই কি ইস্ত্রি দিয়ে কোনও বস্তুকে করোনামুক্ত করা সম্ভব? গবেষকরা যাই বলুন না কেন, অন্তত চেককে এই মারণ ভাইরাসের ছোঁয়াচ মুক্ত করতে গরম ইস্ত্রিকেই হাতিয়ার করেছেন ওই ব্যাঙ্ক কর্মী। শনিবার সেই ভিডিয়ো ট্যুইটারে শেয়ার করেন মাহিদ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। সেইসঙ্গে ওই ব্যাংককর্মীর বুদ্ধির তারিফ করেছেন তিনি। লিখেছেন, 'হোয়াটসঅ্যাপে এই ভিডিয়োটি পেলাম। ক্যাশিয়ারের এই টেকনিক কতটা কার্যকরী সে সম্পর্কে আমার কোনও ধারনা নেই। তবে এই ক্রিয়েটিভিটির জন্য আপনাকে তাঁর প্রশংসা করতেই হবে!'

Pages