অন্তঃসত্ত্বা মহিলা মুসলিম হওয়ায় ফেরাল হাসপাতাল, মৃত্যু সদ্যজাতর! - BBP NEWS

Breaking

রবিবার, ৫ এপ্রিল, ২০২০

অন্তঃসত্ত্বা মহিলা মুসলিম হওয়ায় ফেরাল হাসপাতাল, মৃত্যু সদ্যজাতর!

বিবিপি নিউজ: করোনা মহামারিতে বিধ্বস্ত গোটা‌ বিশ্ব সহ ভারত। চিকিৎসকেরাই ঈশ্বরজ্ঞানে বর্তমানে ত্রাতা হিসেবে উপস্থিত। আর সেই চিকিৎসকের বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ উঠেছে। এক অন্তঃসত্ত্বা মহিলা শুধুমাত্র ধর্মের কারনে চিরতরে পৃথিবী দেখার আগেই বিদায় নিলেন।

ঘটনাটি ঘটেছে, রাজস্থানের ভরতপুরে মহিলা হাসপাতালে।  মুসলিম হওয়ার কারণেই নাকি এক অন্তঃসত্বাকে হাসপাতালে ভর্তি করতে চাননি চিকিৎসক। অ্যাম্বুলান্সেই ওই অন্তঃসত্বা সন্তানের জন্ম দেন। অভিযোগ, এরপর ফের নবজাতক ও তার মাকে হাসপাতালে ভর্তির জন্য চিকিৎসকের কাছে আবেদন জানানো হলেও তা নাকচ করে দেন ডিউটিরত চিকিৎসক। এর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় সদ্যজাতর।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, ওই প্রসুতির স্বামী ইরফান খান সন্তান হারিয়ে দিশেহারা। তার অভিযোগ, ‘আমার স্ত্রী অ্যাম্বুলান্সেই সন্তানের জন্ম দিয়েছিল। তার আগে সিক্রি থেকে জেনানা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু, ভর্তি নেওয়া হয়নি। জয়পুরে চলে যেতে বলা হয়েছিল। দ্বিতীয়বার আমার স্ত্রীকে ভর্তির জন্য নিয়ে আসা হলেও ফিরিয়ে দেওয়া হয়। আমরা মুলমান বলেই এই ব্যবহার হল।’ চিকিৎসক ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ইরফান। জানিয়েছেন যে, নিজামুদ্দিনে অংশগ্রহণকারী বলে তাদের সন্দেহ করেছিলেন ওই চিকিৎসক।

এই বিষয়ে রাজস্তানের স্বাস্থ্য শিক্ষামন্ত্রী তথা ভরতপুরের বিধায়ক সুভাষ গর্গ ইরফানের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, ‘নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে, অভিযোগকারীর বয়ানের সামঞ্জস্যতার অভাব মিলেছে। তদন্ত রিপোর্ট এলেই সব বোঝা যাবে।’
ভরতপুরের মেডিক্যল কলেজের অধ্যক্ষ রচনা নারায়ণ এপ্রসঙ্গে কোনও কথা বলতে চাননি। 

Pages