আক্রান্ত পুলিশকর্মী! উদ্বেগ বাড়ছে দেশে - BBP NEWS

Breaking

সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

আক্রান্ত পুলিশকর্মী! উদ্বেগ বাড়ছে দেশে

বিবিপি নিউজ: চিকিৎসকের পর এবার করোনার থাবায় পুলিশকর্মী। এই প্রথম পুলিশকর্মী করোনার যাঁতাকলে। ঘটনাটি ঘটেছে গুজরাটের আহমেদাবাদে।
আহমেদাবাদ পুলিশের তরফে জানানো হয়েছ, এই প্রথম এক পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
রবিবার গুজরাটে নতুন করে করোনায় আক্রান্ত হন ৪৮জন। মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ায় ৫১৬। আহমেদাবাদ, ভাদোদরা ও আনন্দ, এই তিন জায়গায় সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন বলে খবর। ৪৮জনের মধ্যে ৩৯জনই আহমদবাদের বাসিন্দা।করোনার থাবায় এখনও পর্যন্ত গুজরাতে  মারা গিয়েছেন ২৪ জন। সোমবার সকালে নতুন করে ২৫ জন করোনা সন্দেহে টেস্ট করা হলে তাঁদের মধ্যে ২৩ জনের শরীরে মিলেছে এই মারণ ভাইরাস।

Pages