রাতভর শ্মশান পাহারায় স্থানীয়রা! স্থানে স্থানে ব্যারিকেড - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

রাতভর শ্মশান পাহারায় স্থানীয়রা! স্থানে স্থানে ব্যারিকেড

বিবিপি নিউজ: বিচিত্র সেলুকাস,করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। আর সেই মৃতদেহ দাহ করা‌ হবে স্থানীয় শ্মশানে। এই ভয়ে সারারাত স্থানে স্থানে একত্রিত হয়ে শ্মশান পাহারা দিলেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে, দুর্গাপুরের বীরভবানপুর শ্মশানের। শ্মশানে করোনা আক্রান্তদের দেহ দাহ করতে আনা হচ্ছে। এই খবরে রাতভর শ্মশান ঘেরাও করে রাখলেন স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে  প্রশাসনের তরফে করোনায় আক্রান্তের দেহ সৎকারের উদ্যোগকে গুজব বলে জানানো হলেও স্থানীয়রা জায়গায় জায়গায় ব্যরিকেড করে রাতভর শ্মশান পাহারা দেন।

স্থানীয়রা জানিয়েছেন, এলাকারই এক বাসিন্দা ফোনে জানিয়েছেন, রাতে ওই শ্মশানে ২ করোনায় মৃতের দেহ দাহ করবে প্রশাসন। বিকেলে এই খবর পৌঁছতেই শ্মশানের রাস্তায় ইট – পাথর ফেলে অবরোধ করে এলাকাবাসী। একাধিক জায়গায় শুরু হয় ব্যারিকেড করে অবরোধ। দুর্গাপুরে একটি শ্মশানেই ইলেক্ট্রিক চুল্লি রয়েছে। ফলে এখানে চাপও বেশি। রীতিমতো ডেথ সার্টিফিকেট দেখে দেহ দাহ করতে দেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, দিন কয়েক আগে বাঁকুড়ায় মাঝরাতে ২ করোনা আক্রান্তের দেহ দাহ করা হয়েছে। স্থানীয়দের আপত্তি না শুনেই ওই দেহ ২টি দাহ করেছে তারা। ফলে আমাদের প্রশাসনের ওপর ভরসা নেই। করোনা রোগীর দেহ শ্মশানে দাহ হলে এলাকায় করোনা সংক্রমণ ছড়াতে পারে। তাই নিজেদের সুরক্ষার স্বার্থেই পথে নেমেছেন তাঁরা। এদিন সারারাত ধরে শ্মশান পাহারা দিলেন স্থানীয়রা।

ছবি: সংগৃহিত

Pages