যাদের কাজ নেই তারাই সমালোচনা করে, ফের রাজ্যপালকে‌ নাম না করে আক্রমন মুখ্যমন্ত্রীর - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

যাদের কাজ নেই তারাই সমালোচনা করে, ফের রাজ্যপালকে‌ নাম না করে আক্রমন মুখ্যমন্ত্রীর

বিবিপি নিউজ: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনকড়ের ঠান্ডা লড়াই অব্যাহত। করোনা পরিস্থিতির মধ্যে তা আরও জোরালো হল। অবশেষে রাজ্যপালকে নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী।

আজ শুক্রবার রাজ্যপালকে নিয়ে কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় রাজ্য পুলিশ ভাল কাজ করছে। তাহলে আধাসেনার দরকার কীসে? আসলে আধাসেনার নাম করে রাজনীতি করার চেষ্ট হচ্ছে। এমন কঠিন সময়ে এই ধরনের রাজনীতি ঠিক নয়।’ পাশাপাশি কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, 'যাদের কোনও কাজ নেই তারাই বসে বসে সমালোচনা করে।'

লখডাউনের মাঝেই রাজ্যে লকডাউন ব্যর্থ বলে টুইট করেছিলেন রাজ্যপাল। দাবি জানিয়েছেন, আধাসেনা মোতায়েনের। একই সঙ্গে তৃনমূল সরকারকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করার ডাকও দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীকে রীতিমতো কড়া ভাষায় ভর্ৎসনা করে রাজ্যপাল বলেছিলেন, ‘কথা কম বলে ওনার এখন কাজের কাজটা করা উচিত।’

Pages