বিবিপি নিউজ: 'গেন্দ ফুল' গান নিয়ে প্রথম থেকেই বিতর্ক দেখা গিয়েছে। গানের রচয়িতা রতন কাহার পাননি কোনো সম্মান। ফলে মিডিয়া সোচ্চার হতেই আর্থিক সহায়তার কথা বলেন বাদশা। এবার সেই গানে মাতলেন বঙ্গ নারী তথা অভিনেত্রী মনামী ঘোষ। হিন্দি এই গানে বাংলার লোকশিল্পী রতন কাহারের লেখা ‘বড়লোকের বিটি লো’র দুটি লাইন ব্যবহার করেছেন বাদশা। ‘গেন্দা ফুল’ যখন প্রথম মুক্তি পায়, তখন গীতিকার হিসেবে রতন কাহারের কোনও উল্লেখ করেনি গানটির প্রযোজনা সংস্থা। এই গানটির ভিডিওতে পারফর্ম করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ়।
এবার বাদশার ‘গেন্দা ফুল’ গানটির সঙ্গে পারফর্ম করলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। ৩১ মার্চ অনলাইনে মুক্তি পেয়েছে এই ভিডিও। মনামীর এই ভিডিওতেও রতন কাহারের কোনও উল্লেখ নেই। গানটি গেয়েছেন র্যাপার আদিত্য প্রতীক সিং শিসোদিয়া ওরফে বাদশা। দেখুন সেই ভিডিও....
এবার বাদশার ‘গেন্দা ফুল’ গানটির সঙ্গে পারফর্ম করলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। ৩১ মার্চ অনলাইনে মুক্তি পেয়েছে এই ভিডিও। মনামীর এই ভিডিওতেও রতন কাহারের কোনও উল্লেখ নেই। গানটি গেয়েছেন র্যাপার আদিত্য প্রতীক সিং শিসোদিয়া ওরফে বাদশা। দেখুন সেই ভিডিও....
