বিবিপি নিউজ: আগামীকাল রবিবার রাত নটায় নয় মিনিট সব আলো বন্ধ করে বাড়ির বারান্দা বা দরজায় গিয়ে প্রদীপ জ্বালাতে বলেছেন প্রধানমন্ত্রী মোদী। করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতেই এমন ভাবনা। গোটা দেশে প্রদীপ জ্বালিয়ে বিশ্বের কাছে বার্তা দিতে আহ্বান করেছেন মোদী।
কিন্তু মাত্র নয় মিনিটে আচমকা বিদ্যুতের চাহিদা কমে যাবে। এতটাই কমে যাবে রে, তারফলে পাওয়ার গ্রিড সেটা সহ্য করতে পারবে কি না, সেই নিয়েই এখন চিন্তিত কেন্দ্রীয় বিদ্যুত মন্ত্রক।শুক্রবার প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই উচ্চপর্যায়ের বৈঠক করে বিদ্যুত মন্ত্রক। বিদ্যুতমন্ত্রী আরকে সিং ও Power Grid Corporation of India Limited (PGCIL) এবং গ্রিড অপারেটর POSOCO National Load Despatch Centre এর বরিষ্ঠ কর্তারা এই বৈঠকে সামিল হয়েছিলেন।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আরও জানা গেছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক অফিসার জানিয়েছেন যে মিটিংয়ে PGCIL ও লোড ডিসপ্যাচাররা বলেছেন যে তারা ওদিন বিদ্যুতের গ্রিড যাতে স্টেবল থাকে, সেটা নিশ্চিত করবেন। বাণিজ্যিক কাজ কর্মের অভাবে এই মুহূর্তে চাহিদা প্রায় ৩০ শতাংশ কম। এর ওপরে অত দ্রুত চাহিদার চড়াই-উতরাই নিয়ে চিন্তা। কারন লকডাউনের জেরে কলকারাখানা বন্ধ। ফলে এমনিতেই চাহিদা তলানিতে। এর ওপর যদি সবাই আলো বন্ধ করে দেন তাহলে গ্রিডের ওপর মারাত্মক চাপ পড়বে, এই নিয়েই উদ্বেগ।
কিন্তু মাত্র নয় মিনিটে আচমকা বিদ্যুতের চাহিদা কমে যাবে। এতটাই কমে যাবে রে, তারফলে পাওয়ার গ্রিড সেটা সহ্য করতে পারবে কি না, সেই নিয়েই এখন চিন্তিত কেন্দ্রীয় বিদ্যুত মন্ত্রক।শুক্রবার প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই উচ্চপর্যায়ের বৈঠক করে বিদ্যুত মন্ত্রক। বিদ্যুতমন্ত্রী আরকে সিং ও Power Grid Corporation of India Limited (PGCIL) এবং গ্রিড অপারেটর POSOCO National Load Despatch Centre এর বরিষ্ঠ কর্তারা এই বৈঠকে সামিল হয়েছিলেন।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আরও জানা গেছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক অফিসার জানিয়েছেন যে মিটিংয়ে PGCIL ও লোড ডিসপ্যাচাররা বলেছেন যে তারা ওদিন বিদ্যুতের গ্রিড যাতে স্টেবল থাকে, সেটা নিশ্চিত করবেন। বাণিজ্যিক কাজ কর্মের অভাবে এই মুহূর্তে চাহিদা প্রায় ৩০ শতাংশ কম। এর ওপরে অত দ্রুত চাহিদার চড়াই-উতরাই নিয়ে চিন্তা। কারন লকডাউনের জেরে কলকারাখানা বন্ধ। ফলে এমনিতেই চাহিদা তলানিতে। এর ওপর যদি সবাই আলো বন্ধ করে দেন তাহলে গ্রিডের ওপর মারাত্মক চাপ পড়বে, এই নিয়েই উদ্বেগ।